এক নজরে আমাদের মির্জানগর

এক নজরে আমাদের মির্জানগর

 

ইউনিয়নের নামঃ ১ নং মির্জানগর ইউনিয়ন
উপজেলাঃ পরশুরাম
জেলাঃ ফেনী
বিভাগঃ চট্টগ্রাম
আয়তন : ১৮.৫ বর্গকিলোমিটার

মির্জানগর ইউনিয়নের ইতিহাস : ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম থোরলা নিয়ে মির্জানগর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন জনাব মজিবুল হক মজু:। তারপর পর্যায়ক্রমে জনাব এ,এফ কে সফদার, জনাব আজিজুল হক গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডা: মৌ:মজিবুল হক মজূ: প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে আবদুস সাত্তার আলী আকবর ভূঁঞা (২য় বার নির্বাচিত), এ,কে রিয়াজ উদ্দিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক মির্জানগর ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ২৬টি ছোট বড় গ্রাম মিলিয়েই মির্জানগর ইউনিয়ন পরিষদ।

মির্জানগর ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে মির্জানগর ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই মুসলমানের আধিপত্য ছিল। রাধারমন সিংহ ও আশু সিংহ ছিলেন মির্জানগর গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম মির্জানগর ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন। অন্যটি হল এগারগ্রাম, পূর্ব পোমকাড়া, কালিকৃষ্ণনগর কয়েকটি গ্রাম নিয়ে একটি বড় বিল থাকায় নাকি মির্জানগর নামকরণ করা হয়। তবে ঐ সময়ে নৌকাই ছিল মির্জানগর ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।

জনসংখ্যা : ৩৫ হাজার (১৮ মহিলা ও ১৭ হাজার পুরুষ)

অবস্থান ও সীমানা : পরশুরাম উপজেলার সর্ব-উত্তরে মির্জানগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে চিথলিয়া ইউনিয়ন, পূর্বে পরশুরাম পৌরসভা এবং উত্তরে ও পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো : মির্জানগর ইউনিয়ন পরশুরাম উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরশুরাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।


ওয়ার্ডভিত্তিক গ্রামের তথ্য

ক্রমিক নং গ্রামের নাম ওয়ার্ড নং
 সত্যনগর ১নং
 জয়ন্তীনগর ১নং
 মহেশপুষ্করিনী ১নং
 বীরচন্দ্রনগর ১নং
 জয়চাঁদপুর ১নং
 মধুগ্রাম ২নং
 আশ্রাফপুর ২নং
 মনিপুর ৩নং
 দুর্গাপুর ৪নং
১০  নোয়াপুর ৪নং
১১  পশ্চিম সাহেব নগর ৪নং
১২  দক্ষিন কাউতলী ৫নং
১৩  চম্পক নগর ৫নং
১৪  পূর্ব সাহেব নগর ৬নং
১৫  গদানগর ৬নং
১৬  জঙ্গলঘোনা ৬নং
১৭  মির্জানগর ৭নং
১৮  কালীকৃষ্ণনগর ৭নং
১৯  কাশিনগর ৭নং
২০  ছয়ঘরিয়া ৭নং
২১  ডি,এম সাহেব নগর ৮নং
২২  মেলাঘর ৮নং
২৩  রাঙ্গাঁমাটিয়া ৮নং
২৪  উত্তর কাউতলী ৯নং
২৫  নিজ কালিকাপুর ৯নং
২৬  ফকিরের খিল ৯নং

শিক্ষা প্রতিষ্ঠান :

মাধ্যমিক বিদ্যালয়ঃ- (২টি)

  • মির্জানগর তৌহিদ একাডেমী (উচ্চ বিদ্যালয়)
  • কালিকাপুর বাশারত উল্যাহ উচ্চ বিদ্যালয়

মাদ্রাসাঃ- (২টি)

  • সুবার বাজার ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
  • বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা

নূরানী / হিফজখানা / এতিমখানা-

  • মনিপুর আবু হুরায়রা হিফজখানা ও এতিমখানা
  • পশ্চিম সাহেব নগর নূরানী মাদ্রাসা
  • গদানগর আজিজীয়া মাদ্রাসা ও এতিমখানা
  • মনিপুর জোড় পুকুর সুলতানুল উলুম মাদ্রাসা

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ- (১৩টি)

  • ডি.এম. সাহেব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহেশপুষ্করিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • সত্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • আশ্রাফপুর ফাতেমা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সাহেব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিন কাউতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সাহেব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • রাংগামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • নিজ কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

কিন্ডারগার্টেনঃ- (২টি)

  • সম্রাট একাডেমী
  • সুবার বাজার বিদ্যানিকেতন


যোগাযোগ ব্যবস্থা-

পরশুরাম জিরো পয়েন্ট (হাসপাতাল মোড়) থেকে ৫০০ মিটার পশ্চিমে পরশুরাম কলেজ, কলেজ থেকে উত্তরে সোজা ৭০০ মিটার গেলে মুহুরী ব্রীজ, ব্রীজের উত্তর পাশ থেকেই ইউনিয়ন শুরু। ওখান থেকে উত্তরে ২.৫ কিলোমিটার গেলে তুলাতলী বাজার, বাজারের মোড় থেকে পশ্চিমে ২ কিলোমিটার গেলেই সুবার বাজার, মূলত সুবার বাজার থেকেই অত্র ইউনিয়নের রাজনীতি ও ব্যবসা নিয়ন্ত্রিত হয়। বাজার থেকে অন্য ওয়ার্ডের যোগাযোগ একদম সহজ। পরশুরাম থেকে সিএনজি চালিত অটোরিক্সা এবং রিক্সায় যাওয়া যায়।


খাল ও নদী

  • সিলোনিয়া নদী
  • মুহুরি নদী
  • মির্জানগর খাল

পোস্ট অফিসঃ- (২টি)

  • সুবার বাজার
  • বটতলী বাজার

ব্যাংক

  • অগ্রনী ব্যাংক লিঃ
  • ব্যাংক এশিয়া লিঃ (এজেন্ট ব্যংকিং)
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (এজেন্ট ব্যাংকিং)
  • ডাচ-বাংলা ব্যাংক লিঃ (এজেন্ট ব্যাংকিং)

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

  • মির্জানগর উপ স্বাস্থ্য কেন্দ্র
  • সত্যনগর কমিউনিটি ক্লিনিক
  • দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক (পশ্চিম সাহেব নগর)
  • নিজকালিকা পুর কমিউনিটি ক্লিনিক

হাট-বাজার

  • সুবার বাজার
  • বটতলী বাজার

দর্শনীয় স্থান

  • পশ্চিম সাহেব নগর উজিরের দিঘী
  • মহেশপুস্করনী রাবার বাগান
  • মুহুরির চর
  • জয়চাঁদপুর
  • মহেশপুস্কারনী শাল বাগান
  • বীর চন্দ্রনগর লিচু বাগান
  • গদানগর সুইচ গেইড

প্রখ্যাত ব্যক্তিবর্গ-

  • এ.এফ.কে. সফদার (সাবেক সংসদ সদস্য)
  • এ.বি.এস. সফদার, (সাবেক সচিব, পুলিশের মহা পরিদর্শক এবং এন এস আই এর মহাপরিচালক ছিলেন)। (জন্মস্থান – আশ্রাফপুর)।
  • ফরিদ উদ্দিন আহমেদ, (বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক ছিলেন)। (জন্মস্থান – আশ্রাফপুর)।
  • আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, (সংসদ সদস্য ঢাকা)
  • মোঃ রকিবুর রহমান, (চেয়ারম্যান ঢাকা স্টক এক্সেঞ্জ)
  • বাশারত উল্ল্যাহ আলী, (তিনি কালিকাপুর বাশারত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় এবং বটতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা)
  • আমান উল্লাহ চৌধুরী (প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান শিক্ষক মির্জানগর তৌহিদ একাডেমী)
  • কাজী পিন্টু (বীর মুক্তিযোদ্ধা)
  • আলহাজ্ব আবিদুর রহমান
  • মোঃ হাবিব (এডভোকেট জর্জ কোট)
  • মৌলভী আতাউর রহমান (প্রতিষ্ঠাতা সুপার, সুবার বাজার ফাযিল মাদ্রাসা)।

জনপ্রতিনিধি:

ক্রমিক নং নাম পদবী মোবাইল নম্বর
জনাব নুরুজ্জামান ভুট্টু চেয়ারম্যান ০১৮১৯-৯৫৭৩২২
জনাবা হাছিনা আক্তার সংরক্ষিত মেম্বার (১,২,৩)  
জনাবা শান্তু আক্তার সংরক্ষিত মেম্বার (৪,৫,৬)  
জনাবা রহিমা আক্তার সংরক্ষিত মেম্বার (৭,৮,৯) ০১৫৫৮-৬৪৯৬৮৭
জনাব হাবিবুর রহমান ছুট্টু মেম্বার-১নং ওয়ার্ড ০১৮২৪-৮৯৬৮২৯
জনাব মোঃ সাখাওয়াত হোসেন মজুমদার মেম্বার-২নং ওয়ার্ড ০১৬৮৩-৬০৭৫৬৮
জনাব মুহাম্মদ নুরুল ইসলাম মেম্বার-৩নং ওয়ার্ড ০১৮১৬-৫৫৮৫৪১
জনাব নিজাম উদ্দিন মজুমদার মেম্বার-৪নং ওয়ার্ড ০১৮৮২-৯৩০৪৯৫
জনাব ফজলুল বারী মনছুর মেম্বার-৫নং ওয়ার্ড ০১৮১৫-৮২১০৩১
১০ জনাব মোতালেব মেম্বার-৬নং ওয়ার্ড  
১১ জনাব আবুল হাশেম মেম্বার-৭নং ওয়ার্ড  
১২ জনাব হাবিব উল্যাহ মেম্বার-৮নং ওয়ার্ড  
১৩ জনাব মহিউদ্দিন ছুট্টু মেম্বার-৯নং ওয়ার্ড ০১৮২৯-৫৭৪৪৭৫

তথ্য সূত্র-


উল্লেখ্য যে, সংগৃহীত তথ্যে বিভিন্ন অসামঞ্জস্যতা থাকতে পারে। এই ওয়েবপেজটি হালনাগাদের কাজ অব্যাহত রয়েছে। আপনার নিকট উপর্যুক্ত রেফারেন্সসহ ইউনিয়ন সম্পর্কিত যে কোন তথ্য থাকলে বা বিদ্যমান তথ্যে কোন ধরনের গড়মিল পরিলক্ষিত হলে তা আমাদের অবহিত করে ভবিষ্যত প্রজন্মকে একটি পূর্ণাঙ্গ ইতিহাস জানতে সহায়তা করুন।

পোস্টটি শেয়ার করুন