বড় কে? – হরিশচন্দ্র মিত্র

বড় কে? - হরিশচন্দ্র মিত্র

বড় কে?
– হরিশচন্দ্র মিত্র

আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top