কবিতা ছড়া ছোটদের কবিতা বড় কে? – হরিশচন্দ্র মিত্র June 17, 2019January 13, 2021 Admin হরিশচন্দ্র মিত্র বড় কে? – হরিশচন্দ্র মিত্র আপনাকে বড় বলেবড় সেই নয়,লোকে যারে বড় বলেবড় সেই হয়।বড় হওয়া সংসারেতেকঠিন ব্যাপার,সংসারে সে বড় হয়,বড় গুণ যার।গুণেতে হইলে বড়,বড় বলে সবে,বড় যদি হতে চাওছোট হও তবে। পোস্টটি শেয়ার করুন