ঝুমকো জবা – ফররুখ আহমদ

ঝুমকো জবা
– ফররুখ আহমদ

ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top