| শিশুর মানসিক বিকাশের জন্য অভিবাবকদের প্রতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এর গুরুত্বপূর্ন কিছু নির্দেশনা |
| শিশুকে নিন্দা করবেন না |
এতে তার মধ্যে ঘৃণা তৈরি হবে। |
| শিশুকে মারবেন না |
এতে করে তার মধ্যে তৈরি হবে অবাধ্যতা। |
| শিশুকে উপহাস করবেন না |
এতে করে তার মধ্যে হীনমন্যতা তৈরি করে। |
| শিশুকে সকলের সামনে লজ্জা দিবেন না |
তার মন অপরাধী হয়ে যাবে। |
| শিশুকে সহনশীলতা শিক্ষা দিন |
এতে করে সে ধৈর্য্য ধরা শিখবে। |
| শিশুকে তার ভালো কাজের জন্য উৎসাহ দিন, পুরস্কৃত করুন |
তাহলে তার মধ্যে তৈরি হবে আত্মবিশ্বাস। |
| শিশুকে প্রশংসা করুন |
তাহলে সে অন্যের প্রশংসা করবে। |
| শিশুকে নৈতিকতা শিক্ষা দিন |
সে দুর্নীতিমুক্ত, সৎ নাগরিক হবে। |
| শিশুর সামনে কোন অপরাধ করবেন না বা অপরাধের পক্ষ নেবেন না |
এতে করে সে একজন অপরাধী হিসেবে গড়ে উঠবে। |
| শিশুর সামনে দাম্পত্য কলহ করবেন না |
এতে করে তার ভবিষ্যত পারিবারিক জীবন বাধাগ্রস্ত হবে। |
| শিশুর সামনে তার শিক্ষক বা পরিচিত কোন মানুষের নিন্দা করবেন না |
এতে করে তার মধ্যে শ্রদ্ধাবোধ নষ্ট হবে। |
| শিশুর সাথে বন্ধুভাবাপন্ন হোন |
তার নিজের জগৎ গড়ে তুলতে পাশে থাকুন। |
| শিশুর আচরণ পরিবর্তন করতে চাইলে, সবার আগে নিজের আচরণ পরিবর্তন করুন। |