শিশুর অভিভাবকদের জন্য অতিব জরুরী কিছু নির্দেশনা

 

শিশুর মানসিক বিকাশের জন্য অভিবাবকদের প্রতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এর গুরুত্বপূর্ন কিছু নির্দেশনা
শিশুকে নিন্দা করবেন না এতে তার মধ্যে ঘৃণা তৈরি হবে।
শিশুকে মারবেন না এতে করে তার মধ্যে তৈরি হবে অবাধ্যতা।
শিশুকে উপহাস করবেন না এতে করে তার মধ্যে হীনমন্যতা তৈরি করে।
শিশুকে সকলের সামনে লজ্জা দিবেন না তার মন অপরাধী হয়ে যাবে।
শিশুকে সহনশীলতা শিক্ষা দিন এতে করে সে ধৈর্য্য ধরা শিখবে।
শিশুকে তার ভালো কাজের জন্য উৎসাহ দিন, পুরস্কৃত করুন তাহলে তার মধ্যে তৈরি হবে আত্মবিশ্বাস।
শিশুকে প্রশংসা করুন তাহলে সে অন্যের প্রশংসা করবে।
শিশুকে নৈতিকতা শিক্ষা দিন সে দুর্নীতিমুক্ত, সৎ নাগরিক হবে।
শিশুর সামনে কোন অপরাধ করবেন না বা অপরাধের পক্ষ নেবেন না এতে করে সে একজন অপরাধী হিসেবে গড়ে উঠবে।
শিশুর সামনে দাম্পত্য কলহ করবেন না এতে করে তার ভবিষ্যত পারিবারিক জীবন বাধাগ্রস্ত হবে।
শিশুর সামনে তার শিক্ষক বা পরিচিত কোন মানুষের নিন্দা করবেন না এতে করে তার মধ্যে শ্রদ্ধাবোধ নষ্ট হবে।
শিশুর সাথে বন্ধুভাবাপন্ন হোন তার নিজের জগৎ গড়ে তুলতে পাশে থাকুন।
শিশুর আচরণ পরিবর্তন করতে চাইলে, সবার আগে নিজের আচরণ পরিবর্তন করুন।
সূত্র:
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল,
শেরে বাংলা নগর, ঢাকা।

শিশুতোষ গল্প পড়তে ক্লিক করুন

পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top