সত্যেন্দ্রনাথ দত্ত

জন্মঃ সত্যেন্দ্রনাথ দত্ত ১১ ফেব্রুয়ারী, ১৮৮২ সালে জন্মগ্রহণ করেন।

তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।



উল্লেখযোগ্য সৃষ্টিঃ ‘বেনু ও বীণা’, হোমশিখা, কুহু ও কেকা, বিদায়-আরতি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

মৃত্যুঃ ২৫ জুন, ১৯২২ সালে তিনি মারা যান।

আমাদের ব্লগে তাঁর কবিতা সমুহের জন্য ক্লিক করুনঃ