কবিতা ছড়া ছোটদের কবিতা ইচ্ছা – আহসান হাবীব June 21, 2019January 13, 2021 Admin আহসান হাবীব ইচ্ছা – আহসান হাবীব মনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে?নদীর বাঁকেমাছ ধরব ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে?বেচব হাটে,কিনব শাড়ি পাটে পাটে। বোনকে দেব পাটের শাড়ি,মাকে দেব রঙ্গিন হাঁড়ি। পোস্টটি শেয়ার করুন