আবৃত্তি – সাবটাইটেল সহ (Video)

বাংলা কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসাই আমাকে আবৃত্তির পথে নিয়ে এসেছে। আমি পেশাদার আবৃত্তি শিল্পী নই, তবুও প্রতিটি শব্দে কবিতার আবেগ, প্রতিটি বিরতিতে অনুভূতির গভীরতা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। হয়তো আমার কণ্ঠে সেই পেশাদারিত্ব নেই, কিন্তু আছে বাংলা ভাষার প্রতি অগাধ টান আর আপনাদের সঙ্গে সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার আনন্দ। আমার এই প্রচেষ্টা যদি এক মুহূর্তের জন্যও আপনাদের হৃদয়ে স্পর্শ করতে পারে, তবে সেটিই হবে আমার সার্থকতা।

 

Scroll to Top