সাধ – মনোমোহন বর্মন

সাধ
-মনোমোহন বর্মন

আমার মনে সাধ জাগে, মা,
আকাশ নীলে উড়তে,
রাতের মেলা দুরের দেশে
তারার বনে ঘুরতে।
ভোরের বেলা শিশির হয়ে
ঘাসের শীষে জ্বলতে
পাখির মতন মধুর সুরে
মনের কথা বলতে।
সাধ জাগে মা বাগান ভরে
ফুলের মতো হাসতে,
সকল দিয়ে দুখীর যতো
মনের ব্যথা নাশতে।

 


পোস্টটি শেয়ার করুন