খেলা
– হাবীবুর রহমান
শীতের শেষে গিয়েছিলাম
বাদামতলির মেলা,
তিনটে মোটে পয়সা নিয়ে
কাটিয়ে দিলাম বেলা।
অনেক করে ঘুরে-ফিরে
কিনে নিলাম লাঙ্গলটিরে।
তারে নিয়ে একা একা
কাটাই এখন বেলা,
সাত সকালে উঠেই করি
জমি চাষের খেলা।
ধুলো দিয়ে আপন মনে
আমন ফসল বুনি,
সোনার ধানের ডাক যে তখন
হৃদয় ভরে শুনি।
নাওয়া-খাওয়া হয় না আমার
কখন যে যায় বেলা।
লাঙ্গল চষি, ফসল বুনি,
ফুরায় না মোর খেলা।
এই জমিটি ধানে ধানে
তুলব ভরে গানে গানে।
একটি স্বপ্ন মনের মাঝে
রাঙায় খুশির মেলা।
মাটির দেশের মানুষ যারা
মাটিই ভালো বাসবে তারা
সকল ভুলে থাকতে পারি
মাটির সুবাস পেলে।
সবাই বলে পাগল ছেলে
এমন কি কেউ খেলে?
তারা কি আজ ভাবতে পারে
এমনও দিন হবে,
শূন্য যত ধানের গোলা
পূর্ণ হয়ে রবে।