কিশোর
– গোলাম মোস্তফা
আমরা নূতন, আমরা কুঁড়ি নিখিল বন-নন্দনে,
ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।
লক্ষ আশা অন্তরে
ঘুমিয়ে আছে মন্তরে,
ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি-পাতার বন্ধনে ।
সকল কাঁটা ধন্য করে ফুটবো মোরাও ফুটবো গো,
অরুণ রবির সোনার আলো দু’হাত দিয়ে লুটবো গো।
নিত্য নবীন গৌরবে
ছড়িয়ে দিব সৌরভে,
আকাশ পানে তুলবো মাথা সকল বাঁধন টুটবো গো।
সাগর জলে পাল তুলে দে’ কেউবা হব নিরুদ্দেশ;
কলম্বসের মতই বা কেউ পৌঁছে যাব নূতন দেশ ।
জাগবে সাড়া বিশ্বময়
এ পাক-তুমি নিঃস্ব নয়,
জ্ঞান-গরিমা, শক্তি-সাহল আজও এদের হয়নি শেষ।
কেউৱা হব সেনানায়ক, গড়বো নূতন সৈন্যদল –
সত্য-ঘ্যায়ের অস্ত্র নেব, নাই বা থাকুক অন্য বল ;
দেশের ভালো খু’জবো গো
ব্যথীর ব্যথা বুঝবো গো,
ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্ন-জল ।
জ্ঞান-গরিমা শিখবো বলে কেউ বা যাব জার্মানি
সবার আগেই চলবো মোরা, আর কি কভু হার মানি ?
শিল্পকলা শিখবো কেউ
গ্রন্থমালা লিখবো কেউ
কেউ বা হর ব্যবসাজীবী, কেউবা টাটা, কার্নানি।
ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সম্ভরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ।
নূতন আলোর আমরা সূত
নূতন বাণীর অগ্রদূত,
কতই কি যে করবো মোরা নাইকো তাহার অন্ত রে ।