তই তই তই
– রওশন ইজদানী
সন্ধ্যা ঘনায়ে এলো বেলা গেল ঐ
কোথা গেল হাঁসগুলি,
তই তই তই।
আঁধার নামিছে ধীরে বালুচরে নদীতীরে,
বেলা গেল, কোন্ দূরে কত চেয়ে রই।
আয় ঘরে, আয় তোরা
তই তই তই।
সকালে ভাসিয়াছিল হাঁস ঝাঁকে ঝাঁক,
ডেকেছিল দূর বাঁকে পাঁক পাঁক পাঁক।
সারাদিন ব,য়ে গেল, এখনো না ফি‘রে এলো
কোথা ডাকি, কই গেলো, কার কাছে কই!
কই গেল আয় আয়
তই তই তই।
তই তই তই তই আয় ঘরে আয়,
ওই উড়ে, কুর কুর ডাকে কুররায়।
হুঁয়া হুঁয়া ওই ডাকে শিয়াল পড়িবে ঝাঁকে,
আয় ঘরে তাড়াতাড়ি তই তই তই।