ছড়া ছোটদের কবিতা ঝুমকো জবা – ফররুখ আহমদ June 23, 2019January 8, 2021 Admin ফররুখ আহমদ ঝুমকো জবা – ফররুখ আহমদ ঝুমকো জবা বনের দুলউঠল ফুটে বনের ফুল।সবুজ পাতা ঘোমটা খোলে,ঝুমকো জবা হাওয়ায় দোলে।সেই দুলুনির তালে তালে,মন উড়ে যায় ডালে ডালে। পোস্টটি শেয়ার করুন