চল্ চল্ চল্ – কাজী নজরুল ইসলাম

চল্ চল্ চল্ - কাজী নজরুল ইসলাম

চল্ চল্ চল্
– কাজী নজরুল ইসলাম

চল্ চল্ চল্
ঊধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণীতল
অরুণ প্রাতের তরুণ দল
চলরে চলরে চল্
চল্ চল্ চল্।।

ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল৷

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল৷


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top