ঘুড়ি
– আবুল হোসেন
ঘুড়িরা উড়িছে বন মাথায়
হলুদে সবুজে মন মাতায়
গোধূলির ঝিকিমিকি আলোয়
লাল-সাদা আর নীল কালোয়,
ঘুড়িরা উড়িছে হালকা বায়।
ঘুড়িরা উড়িছে হালকা বায়,
একটু পড়িল টান সুতায়,
আকাশে ঘুড়িরা হোঁচট খায়
সামলে তখন রাখা যে দায়
উঠিছে নামিছে টালমাটাল
ভারি যে কঠিন ঘুড়ির চাল।
ভারি যে কঠিন ঘুড়ির চাল,
সাধ্যি কি চিল পায় নাগাল।
প্যাঁচ লেগে ঘুড়ি কেটে পালায়
আকাশের কোথা কোন কোণায়
ঘুড়িরা পড়িছে হাতেতে কার,
খবর রেখেছে কেউ কি তার?