কানা বগীর ছা – খান মুহম্মদ মঈনুদ্দীন

কানা বগীর ছা
– খান মুহম্মদ মঈনুদ্দীন

ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাগের গাঁ,
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।
ও বগী তুই খাস কী?
পানতা ভাত চাস কি?
পানতা আমি খাই না
পুঁটি পাছ পাই না
একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খাই।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top