আমি মাস্টার – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি মাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর

আমি মাস্টার
– রবীন্দ্রনাথ ঠাকুর

আমি আজ কানাই মাস্টার
প’ড়ো মোর বেড়াল-ছানাটি,
আমি ওকে মারিনে মা বেত,
মিছামিছি বসি নিয়ে কাঠি।

রোজ রোজ দেরী করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা উঠিয়ে তোলে হাই,
যত আমি বলি শোন্ শোন্।

দিনরাত খেলা খেলা খেলা,
লেখাপড়ায় ভারী অবহেলা।
আমি বলি- চ, ছ, জ, ঝ, ঞ,
ও কেবল বলে- মিয়োঁ মিয়োঁ।

 


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top