আমি মাস্টার
– রবীন্দ্রনাথ ঠাকুর
আমি আজ কানাই মাস্টার
প’ড়ো মোর বেড়াল-ছানাটি,
আমি ওকে মারিনে মা বেত,
মিছামিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরী করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা উঠিয়ে তোলে হাই,
যত আমি বলি শোন্ শোন্।
দিনরাত খেলা খেলা খেলা,
লেখাপড়ায় ভারী অবহেলা।
আমি বলি- চ, ছ, জ, ঝ, ঞ,
ও কেবল বলে- মিয়োঁ মিয়োঁ।
আমি মাস্টার (Ami Master) / I Am the Teacher
— রবীন্দ্রনাথ ঠাকুর / Rabindranath Tagore
আমি আজ কানাই মাস্টার
(Ami aaj Kanai Master)
Today I am Kanai Master, strict and smart,
প’ড়ো মোর বেড়াল-ছানাটি,
(Poro mor beral-chanati)
You must study now, my little cat!
আমি ওকে মারিনে মা বেত,
(Ami oke marine ma bet)
No, Mother, I don’t beat her with a cane—
মিছামিছি বসি নিয়ে কাঠি।
(Micha-michi boshi niye kathi)
Just pretend with a stick, that’s my game.
রোজ রোজ দেরী করে আসে,
(Roj roj deri kore ashe)
She’s late every day, without a care,
পড়াতে দেয় না ও তো মন,
(Porate dey na o to mon)
Never listens when I try to teach her.
ডান পা উঠিয়ে তোলে হাই,
(Dan pa uthiye tole hai)
Lifts her right leg, gives a lazy yawn,
যত আমি বলি শোন্ শোন্।
(Joto ami boli shon shon)
Even when I say, “Listen, go on!”
দিনরাত খেলা খেলা খেলা,
(Dinraat khela khela khela)
All day and night she just wants to play,
লেখাপড়ায় ভারী অবহেলা।
(Lekhaporay bhari obohela)
She ignores her books and runs away.
আমি বলি– চ, ছ, জ, ঝ, ঞ,
(Ami boli– cho, chho, jo, jho, ngo)
I recite – cha, chha, ja, jha, nya,
ও কেবল বলে– মিয়োঁ মিয়োঁ।
(O kebol bole– miyo miyo)
But all she says is “meow, meow” – ha!