পদ্মাপার – জসীম উদ্দীন

পদ্মাপার
– জসীম উদ্দীন

 

ও বাবু সেলাম বারে বার,

ও বাবু সেলাম বারে বার,

আমার নাম গয়া বাইদ্যা বাবু,

বাড়ি পদ্মা পার।

মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা

পঙ্কি বেইচা খাই-

মোদের সুখের সীমা নাই,

সাপের মাথার মণি লয়ে মোরা

করি যে কারবার।

 

এক ঘাটেতে রান্ধি-বাড়ি

মোরা আরেক ঘাটে খাই,

মোদের বাড়ি ঘর নাই;

সব দুনিয়া বাড়ি মোদের

সকল মানুষ ভাই;

মোরা, সেই ভায়েরে তালাশ করি আজি

ফিরি দ্বারে দ্বারে;

বাবু সেলাম বারে বার।


পোস্টটি শেয়ার করুন