শব্দদূষণ – সুকুমার বড়ুয়া

শব্দদূষণ
– সুকুমার বড়ুয়া

গরু ডাকে হাঁসে ডাকে -ডাকে কবুতর
গাছে ডাকে শত পাখি সারা দিনভর ।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।
দোয়েল চড়ুই ডাকে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।

শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে ।
সিডি চলে, টিভি চলে , বাজে টেলিফোন
দরজায় বেল বাজে কান পেতে শোন।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে ।

পল্লীর সেই সুর ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা -শব্দদূষণ।


পোস্টটি শেয়ার করুন